সিঙ্গারা-সমুচা, পাকোড়া কিংবা রোল যেকোনো স্ন্যাকসের সাথে নির্ভরযোগ্য সঙ্গী হলো টমেটো সস। তবে বাজারের কেনা সসে নানা রকম কেমিক্যাল ও প্রিজারভেটিভ থাকে যা স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকারক। আর যদি ভালোটা কিনতে যাই সেক্ষেত্রে দাম হয়ে যায় প্রচুর। এই একই সস যদি ঘরে বানানো যায় তাহলে তা হবে স্বাস্থ্যকর ও সাশ্রয়ী। তাই পুষ্টি হোম শেফ নিয়ে এলো আপনাদের জন্য টমেটো সসের সহজ একটি রেসিপি।