রুপচাঁদা মূলত সামুদ্রিক মাছ যা দারুণ পুষ্টিতে ভরপুর। সামুদ্রিক মাছ হলেও আমাদের কাছে রূপচাঁদা সহজলভ্য। ভিটামিন ও খনিজে ভরপুর হওয়ায় গর্ভাবস্থা থেকে বার্ধক্য পর্যন্ত স্বাস্থ্যের সুরক্ষায় রূপচাঁদা মাছের জুড়ি নেই। সুস্বাদু এই মাছ নানা উপায়ে রান্না করা যায়। আজ আমরা দেখবো রূপচাঁদার ঝাল ঝাল রেসিপি।