ইউরোপ আমেরিকায় খুব বিখ্যাত একটি নাস্তা হলো ওয়াফেল। আমাদের দেশেও এটি ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। পশ্চিমা দেশগুলোতে ওয়াফেলের স্বাদ ঝাল, মিষ্টি বা নোনতা হলেও আমাদের দেশে মিষ্টি স্বাদের ওয়াফেলই বেশি পছন্দ। আর তাই ছোটো বড়ো সবার জন্যই চকলেট ওয়াফেল হতে পারে লোভনীয় একটি নাস্তার আইটেম। চলুন দেখে নেই, কতো সহজে তৈরি করা যেতে পারে দারুণ স্বাদের চকলেট ওয়াফেল।