যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে সন্দেশ একটি প্রিয় খাবার। মূলত দুধ আর চিনি দিয়ে তৈরি সন্দেশই বেশি পাওয়া যায়, আবার গুড়ের সন্দেশও খুব সুস্বাদু। তবে নারকেলের সন্দেশও দারুণ মজাদার ও সুস্বাদু একটি খাবার। আপনি সহজেই অল্প সময়ে ঘরে তৈরি করতে পারেন এই মজাদার সন্দেশটি।