Loading...
নারকেল দুধের সন্দেশ

যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে সন্দেশ একটি প্রিয় খাবার। মূলত দুধ আর চিনি দিয়ে তৈরি সন্দেশই বেশি পাওয়া যায়, আবার গুড়ের সন্দেশও খুব সুস্বাদু। তবে নারকেলের সন্দেশও দারুণ মজাদার ও সুস্বাদু একটি খাবার। আপনি সহজেই অল্প সময়ে ঘরে তৈরি করতে পারেন এই মজাদার সন্দেশটি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ২ কাপ নারকেল কোড়ানো
  • ১ কাপ দুধ
  • আধা কাপ গুঁড়া দুধ
  • ১/৩ কাপ মাওয়া
  • আধা কাপ চিনি
  • ৩/৪ টি এলাচ
  • ২ টি দারচিনি
  • ১ টেবিল চামচ ভাজা বাদাম গুঁড়া

প্রস্তুত প্রণালী

  • 1

    সবকিছু একত্রে মিশিয়ে নিন

    প্রথমে নারকেল, চিনি ও আধা কাপ পরিমাণে দুধ একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর আধা কাপ হালকা গরম দুধের মধ্যে আধা কাপ গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি কড়াইয়ে ব্লেন্ড করা নারকেল নিয়ে নিন। এরপর এর মধ্যে এলাচ, দারুচিনি এবং গুঁড়া দুধের মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এটা চুলায় অল্প আঁচে নাড়তে থাকুন। এরপর নারকেলের মধ্যে থাকা দুধটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিন মাওয়া। আবার সাত থেকে আট মিনিট নাড়তে থাকুন। এরপর এর মধ্যে মিশিয়ে নিন ভাজা বাদামের গুঁড়া। এরপর মিশ্রণটি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    সন্দেশ তৈরি করে নিন

    মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে এটি হাত দিয়ে মেখে নিন। এবার মিশ্রণটি দিয়ে ছোট ছোট বল করে একটা ডিজাইনার ডাইস দিয়ে ডিজাইন করে নিন। অথবা আপনার পছন্দমতো আকার দিন। তারপর ঠান্ডা করে পরিবেশন করুন ভিন্ন স্বাদের নারকেলের সন্দেশ।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন