আমরা সব সময়ই শুনি মাছ কিংবা মাংসের কোফতা, তবে মাছের কাঁটা বাছা আর মাংসের কিমা করা খুবই ঝামেলার এবং সময় সাপেক্ষ। মেহমান বাসায় এলে বা দাওয়াতে ডিমের একটি আইটেম করাই হয়; সেটি ডিম কোরমা বা দোপেঁয়াজা না হয়ে যদি হয় ডিম কোফতা কারি তাহলে মেনুতে আসবে নতুনত্ব আর তাক লাগিয়ে দিবে আপনার মেহমানদের। আর এটি খুব সহজে আর কম সময়েই করা যায়।