শীতকাল মানেই পিঠার ছড়াছড়ি- ভাপা পিঠা, চিতই পিঠা, সেমাই পিঠাসহ শত রকমের পিঠার সমাহার দেখা যায় এই শীতের দিনে। একেকদিন একেকরকম পিঠা থাকে পাতে। ব্যস্ততায় ভরা দিনগুলিতে একটুখানি অবসর বের করে তৈরি করতে পারেন সুস্বাদু পুলি পিঠা। আজ পুষ্টি হোম শেফের রেসিপিতে থাকছে ভাপা পুলি পিঠা।