Loading...
ঝটপট পাউরুটি রসমালাই

বিশেষ দিনগুলোর রান্নায় বা মেহমান আপ্যায়নে ডেজার্ট আইটেম থাকা চাইই চাই। তবে ভালো ডেজার্ট আইটেম করা সময় সাপেক্ষ ও অনেক উপকরণ প্রয়োজন হয়। পাউরুটির রসমালাই হতে পারে সহজ সমাধান। পাউরুটির রসমালাই শুনতে ভিন্ন হলেও খেলে বোঝাই যাবে না যে এটি পাউরুটি; ছানা নয়। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সুস্বাদু এই ডেজার্টটি তৈরি করা যায়; যার ক্রিমি ও মিষ্টি স্বাদ আপনার মেহমানকে খুশি করে তুলবে। 

প্রয়োজনীয় উপকরণঃ

  • ৫ স্লাইস পাউরুটি
  • ১ লিটার তরল দুধ
  • ১/২ কাপ কনডেন্সড মিল্ক
  • ২ টেবিল চামচ কাঠবাদাম-পেস্তাবাদাম কুঁচি
  • ১ চিমটি জাফরান

প্রস্তুত প্রণালী

  • 1

    দুধ দিয়ে মালাই তৈরি

    এক লিটার তরল দুধ একটি পাতিলে নিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিয়ে ঘন করে তিন ভাগের এক ভাগ করে নিতে হবে। এসময় অনবরত নাড়তে হবে যাতে নিচে বা উপরে সর না বসে। দুধ ঘন হয়ে আসলে তাতে কনডেন্সড মিল্ক , জাফরান ও বাদাম কুঁচি দিয়ে আরও ৫-৬ মিনিট রান্না করতে হবে। তারপর চুলার আঁচ বন্ধ করে ঘরের তাপমাত্রায় পাত্রের ঘন দুধ নেড়ে-চেড়ে ঠান্ডা করতে হবে কারণ এমনি ঠান্ডা হতে রেখে দিলে উপরে সর বসে যেতে পারে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    পাউরুটি দিয়ে রসমালাই তৈরি

    এইবার প্রত্যেকটি পাউরুটি স্লাইস থেকে কুকি কাটার দিয়ে গোল গোল চাকতি কেটে নিতে হবে। ৫ টুকরা গোল পাউরুটি ঘন দুধ-বাদামের মিশ্রণে ছেড়ে দিতে হবে। চামচ দিয়ে প্রত্যেকটি পাউরুটি টুকরা আলতো করে উল্টে দিতে হবে যেনো ভেঙে না যায়। রসমালাই গুলো একটি বাটিতে নিয়ে নরমাল ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন ডেজার্ট হিসেবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন