বিশেষ দিনগুলোর রান্নায় বা মেহমান আপ্যায়নে ডেজার্ট আইটেম থাকা চাইই চাই। তবে ভালো ডেজার্ট আইটেম করা সময় সাপেক্ষ ও অনেক উপকরণ প্রয়োজন হয়। পাউরুটির রসমালাই হতে পারে সহজ সমাধান। পাউরুটির রসমালাই শুনতে ভিন্ন হলেও খেলে বোঝাই যাবে না যে এটি পাউরুটি; ছানা নয়। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সুস্বাদু এই ডেজার্টটি তৈরি করা যায়; যার ক্রিমি ও মিষ্টি স্বাদ আপনার মেহমানকে খুশি করে তুলবে।