Loading...
টমেটো আলু ডিম মাখানি

টমেটো সালাদ হিসেবে বেশি খাওয়া হলেও টমেটো দিয়ে তৈরি করা যায় দারুণ সব মজাদার খাবার। তেমনই এক মুখরোচক খাবার টমেটো আলু ডিম মাখানি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ২৫০ গ্রাম ছোট আলু সিদ্ধ
  • ডিম ৪টি
  • টমেটো পেস্ট ১ কাপ
  • পেঁয়াজ কুচি ২/৩টি
  • হলুদ, মরিচ গুঁড়া ১ চা চামচ
  • লবণ পরিমাণ মতো
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা পরিমাণ মতো
  • মেথি গুঁড়া পরিমাণ মতো
  • মাখন ১/২ কাপ
  • হেভি ক্রিম ১/২ কাপ
  • ধনিয়া পাতা কুচি সামান্য

প্রস্তুত প্রণালী

  • 1

    প্রথমে প্যানে মাখন দিয়ে আলু ভেজে নিন

    প্রথমে একটি প্যানে মাখন দিয়ে আলু ভেজে নিন এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে আরেকটু ভেজে নিতে হবে। একে একে সব মসলা ও টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    সব উপকরন দিয়ে সিদ্ধ করুন

    এবার ১ কাপ পানি দিয়ে তাতে আলু দিন। গ্রেভি ফুটে উঠলে ডিমগুলো ভেঙে দিন। গ্রেভি ঘন হয়ে ডিম সিদ্ধ হয়ে এলে বাকি মাখন ও মেথি গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। এবার ক্রিম মিশিয়ে ধনেপাতা মিশিয়ে দিন। দু মিনিট রেখে নামিয়ে ফেলুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    পরিবেশন করুন

    গরম পরোটা বা নানের সঙ্গে খেতে সুস্বাদু এই টমেটো আলুর ডিম মাখানি।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন