Loading...
কাশ্মীরি মাটন রোগান জোশ

পার্শবর্তী দেশ ভারতের রাজ্য কাশ্মীরের অন্যতম বিখ্যাত খাবার রোগান জোশ। ভেড়া বা ছাগলের মাংস দিয়ে বানানো এই রেসিপিটি খেতে বেশ দারুন সুস্বাদু। মশলাদার ঝাল এই খাবারটি রুটি,পরোটা ও ভাত দিয়ে খেতে দারুন লাগে। অনেক জটিলভাবে রান্না করা এই রেসিপিটি বেশ সহজেই বাসায় বানানো সম্ভব। চলুন দেখে নেয়া যাক কিভাবে

প্রয়োজনীয় উপকরণঃ

  • সয়াবিন তেল - ৩ টেবিল চামচ
  • ঘি - ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি - ১ কাপ
  • খাসির মাংস - ১ কেজি
  • আদা বাটা - ১ টেবিল চামচ
  • রসুন বাটা - ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া - ১ চা চামচ
  • কাশ্মীরি মরিচ গুঁড়া - ৩ টেবিল চামচ
  • পানি - ৩ কাপ
  • লবণ - স্বাদমতো
  • মৌরি - ১ টেবিল চামচ
  • দারচিনি - ২টি
  • জয়ত্রী - ১ টুকরো
  • লবঙ্গ -৭/৮টি
  • বড় কালো এলাচি - ১টি
  • সাদা গোল মরিচ - ১ চা চামচ
  • টক দই - সোয়া কাপ

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: মাংস কষিয়ে নিন

    একটি হাড়িতে সয়াবিন তেল দিয়ে তাতে ঘি, পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপরে এতে খাসির মাংস দিয়ে তা কিছুক্ষন ভেজে নিন।এরপরে এতে আদা ও রসুন বাটা যোগ করে মাখিয়ে হলুদগুঁড়া ও কাশ্মীরি মরিচগুঁড়া দিয়ে মাখিয়ে নিন। এরপরে এতে পানি ও লবণ দিয়ে ঢাকনা দিয়ে মাংস সিদ্ধ করে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: মশলা তৈরি করুন

    একটি ব্লেন্ডারে মৌরি,দারচিনি,জয়ত্রী,লবঙ্গ,বড় কালো এলাচি ও সাদা গোল মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। ওপর একটি পাত্রে টক দইটিকে ফাটিয়ে নিন। মাংস সিদ্ধ হয়ে গেলে এতে ব্লেন্ড করা মশলা ও দই দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝারি আচে কিছুক্ষন রান্না করে নামিয়ে পরিবেশন করুন মাটন রোগান জোশ

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন