ডিম অমলেট বা পোচ আমাদের নিত্যদিনের খাবার। অনেক সময় ডিমের একই রকম আইটেম খেতে খেতে আমরা বিরক্ত হয়ে যাই। এই সমস্যার সমাধানের জন্য তৈরি করে দেখতে পারেন মজাদার এগ মাফিন। এতে হরেক রকম সবজি থাকায়, এটি প্রোটিন ও ভিটামিনের ঘাটতি পূরণেও সহায়ক। চিজ ও সসেজ থাকায় এটি শিশুদের কাছেও খুব পছন্দ। বাচ্চাদের সকাল বিকালের নাস্তা ছাড়াও টিফিনের জন্য এগ মাফিন হতে পারে দারুণ একটি আইটেম।