একেক দেশে প্যানকেক একেক ফ্লেভারের হয়ে থাকলেও ব্যাটারের রেসিপিটা সবখানেই একরকম। পাউরুটি ও সুজি দিয়ে বানানো যায় খুব মজাদার প্যানকেক। যা রেগুলার প্যানকেক থেকে স্বাদে কোনো অংশে কম নয়। এটি চকলেট বা মেপল সিরাপ ছড়িয়ে সাথে ফ্রেশ ফ্রুটস্ দিয়ে সার্ভ করলে আরও অনেক সুস্বাদু হবে।