Loading...
ব্রেড প্যানকেক

একেক দেশে প্যানকেক একেক ফ্লেভারের হয়ে থাকলেও ব্যাটারের রেসিপিটা সবখানেই একরকম। পাউরুটি ও সুজি দিয়ে  বানানো যায় খুব মজাদার প্যানকেক। যা রেগুলার প্যানকেক থেকে স্বাদে কোনো অংশে কম নয়। এটি চকলেট বা মেপল সিরাপ ছড়িয়ে সাথে ফ্রেশ ফ্রুটস্‌ দিয়ে সার্ভ করলে আরও অনেক সুস্বাদু হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ৫-৬ স্লাইস পাউরুটি
  • ১.৫ কাপ পানি
  • ২/৩ কাপ সুজি
  • ১/২ কাপ চিনি
  • ১ টি ডিম
  • ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  • ১/৪ চা চামচ বেকিং পাউডার
  • ১ টেবিল চামচ পুষ্টি সয়াবিন তেল
  • পরিমান মতো মাখন

প্রস্তুত প্রণালী

  • 1

    প্যানকেকের ব্যাটার তৈরি

    একটি বড় পাত্রে পাউরুটি, সুজি, চিনি ও পানি দিয়ে ঢেকে রেখে দিন ৩০ মিনিট। ঢাকনা তুলে হাত দিয়ে খুব ভালো করে কচলে নিন, যেন একটি ব্যাটারের মতো সবকিছু মিশে থাকে। এরপর এতে একটি ডিম, ভ্যানিলা এসেন্স ও বেকিং পাউডার দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ২ মিনিট বিট করে নিন। ব্যাস হয়ে গেল প্যানকেক ব্যাটার

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    প্যানকেক বানানো

    একটি ফ্রাইং প্যানে, ১/২ চা চামচ মাখন গরম করে তাতে প্যানকেক ব্যাটার ছড়িয়ে দিতে হবে ১/৪ কাপ। তারপর চুলার আঁচ কমিয়ে ঢেকে অপেক্ষা করুন ২-৩ মিনিট। ঢাকনা তুলে উল্টে দিয়ে আরও দুই মিনিট সেঁকে নামিয়ে নিন চুলা থেকে। এইভাবে সব ব্যাটার শেষ হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন