সকালের নাস্তায় ডিমের একটি আইটেম থাকতেই হয়। ডিম পোচ বা অমলেট নাস্তার টেবিলে প্রতিদিন রাখলে একঘেয়েমিতা এসে পড়ে। তাই ডিম দিয়ে রান্না করুন সম্পূর্ণ নতুন একটি আইটেম ফ্রিটাটা। ফ্রিটাটা রান্না করলে আলাদা করে ডাল ভাজি তৈরি করার প্রয়োজন হয় না। হাতের কাছের শাক-সবজি ডিমের সাথে দিয়ে খুব সহজে ও কম সময়ে তৈরি করতে পারেন চমৎকার এই রেসিপিটি। ডিমের এই মজাদার আইটেমটি পাউরুটি কিংবা টোস্টের সাথে পরিবেশন করুন