এখন এই আমের ভরা মৌসুমে আমের আচারের চেয়ে সেরা আর কিছুই হতে পারে না। কাঁচা আমের আচার বয়ামে ভরে সারা বছর সংরক্ষণ করা যায়। আম সারা বছর না খেতে পারলেও আমের আচার বানিয়ে রাখলে আমের স্বাদ পেতে পারেন ১২ মাস।
আমের টক মিষ্টি আচার খালি খেতে যেমন ভালো লাগে তেমনি খিচুড়ি বা পোলাওয়ের সাথেও এর স্বাদ অতুলনীয়। আসুন দেখে নিই, কি করে সহজে এই আচারটি ঘরে বানাতে পারবেন।