খাবারের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সবজি। অনেকের কাছেই সবজি যেমন খুব প্রিয়, তেমনি অনেকে আবার সবজি পছন্দ করেন না। কিন্তু রেসিপি জানা থাকলে সবজি দিয়েও মজার সব খাবার রান্না করা যায়। তাই আজ চলুন জেনে নেই তেমনই একটি মজার খাবার, চিকেন ভেজিটেবল বিরিয়ানি রান্নার রেসিপি।
শীতের সময়টায় প্রচুর সবজি পাওয়া যায়। পরিবারের সদস্যরা সাধারণভাবে রান্না করা সবজি খেতে না চাইলে সবজিকে একটু ভিন্নভাবে রান্না করুন। এর অংশ হিসেবে খুব সহজেই রান্না করে ফেলতে পারেন চিকেন ভেজিটেবল বিরিয়ানি।