ইফতারে মাঝে মধ্যে বিভিন্ন প্রকারের কাবাব বা মাংসের কারি রাখা হয়। নিত্যদিনের ইফতার, বুট-পিঁয়াজু বাদ দিয়ে মেনুতে একটু নতুনত্ব আনতে, ট্রাই করতে পারেন আলু কিমা। আলু কিমা লুচি-পরোটার সাথে খেতে দারুণ লাগে। মুরগি অথবা গোরু যেকোন মাংসের কিমা দিয়ে এটি করা যেতে পারে। সব উপকরণ হাতের নাগালে থাকলে অন্যান্য কাবাব বা কারির মতো খুব বেশি সময়ও ব্যয় হয় না ।