Loading...
লক্ষ্ণৌয়ের মোলায়েম গালৌটি কাবাব

ভারতবর্ষের নবাবী আমলের বদৌলতে বিভিন্ন ধরণের খাবারের প্রচলন ঘটেছে। লোভনীয় এসব খাবারগুলো যেমন জিভে জল এনে মুখে স্বাদ লেগে থাকে, তেমনি জায়গা করে নেয় মনের মাঝে। এমনি একটি চমৎকার রেসিপি গালৌটি কাবাব। লক্ষ্ণৌয়ের নবাব পরিবারের আদেশে বানানো এই খাবারটির আসল রেসিপি হারিয়ে গেলেও এর কিছু অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। দেখে নেই কিভাবে বানানো হয় গালৌটি কাবাব

প্রয়োজনীয় উপকরণঃ

  • খাসির মাংসের কিমা - ১ কেজি
  • খাসির কিডনির চর্বি - ২০০ গ্রাম
  • বেরেস্তা বাটা - ১ চা চামচ
  • কাজু বাটা - দেড় টেবিল চামচ
  • ঘি - ৩ টেবিল চামচ
  • লবণ - স্বাদমত
  • আদা-রসুনের বাটার রস - ১ টেবিল চামচ
  • খোসাসহ কাঁচা পেঁপে বাটা - ২ টেবিল চামচ
  • পান গাছের মূল - ১টি
  • খুসের মূল - ২০ গ্রাম
  • পিপুল বা লম্বা গোল মরিচ - সোয়া চা চামচ
  • কাবাব চিনি - সোয়া চা চামচ
  • কালো গোলমরিচ - ১ চা চামচ
  • শাহী জিরা - ১ চা চামচ
  • লবঙ্গ - ১০টি
  • এলাচি - ৪/৫টি
  • ষ্টার মশলা - ১টি
  • তেজ পাতা - ২টি
  • শুকনো গোলাপের পাপড়ি - ১ টেবিল চামচ
  • পাথরের ফুলের মশলা - ১ টেবিল চামচ
  • জয়ফল - সোয়া চা চামচ
  • কালো এলাচি - আধা চা চামচ
  • জাফরান - ১ চিমটি
  • দারচিনি - ২টি
  • সামুদ্রিক লবণ - ১ চা চামচ
  • শুকনো ওয়াইল্ড বেরি - ১/২টি
  • কেওড়া জল - ১ চা চামচ
  • গোলাপ জল - ১ চা চামচ
  • কয়লা - ২/৩টি
  • কাশ্মীরি মরিচগুঁড়া - ১ চিমটি
  • দুধ - পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: কিমা বানিয়ে নিন

    একটি বাটিতে খাসির মাংস নিয়ে নিন। এই কাবাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মাংস ঠিক করা। এখানে সবচেয়ে নরম মাংসটি নেয়া হয়, যেটা খাসির পিচের রানের মাংস হয়ে থাকে। সেই মাংসের সাথে খাসির কিডনির চর্বি নিতে হবে। মাংসের ৫ ভাগের ১ ভাগ হবে চর্বি। অর্থাৎ মাংস ১ কেজি হলে চর্বি হবে ২০০ গ্রাম। এই দুটি নিয়ে ঠিকমতো কিমা বানাতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    ২য় ধাপ: কিমা তৈরি করে নিন

    বানিয়ে নেয়া কিমায় বেরেস্তা বাটা,কাজু বাটা,২ টেবিল চামচ ঘি, লবণ,আদা-রসুনের বাটার রস দিয়ে মাখিয়ে নিন। এরপরে এতে খোসাসহ কাঁচা পেঁপে বাটা দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    ৩য় ধাপ: গালৌটি মসলা তৈরি করে নিন

    পান গাছের মূল,খুসের মূল,পিপুল বা লম্বা গোল মরিচ,কাবাব চিনি,কালো গোলমরিচ,শাহী জিরা, ৪/৫টি লবঙ্গ,এলাচি,ষ্টার মশলা,তেজ পাতা,শুকনো গোলাপের পাপড়ি,পাথরের ফুলের মশলা,জয়ফল,কালো এলাচি,জাফরান,দারচিনি,সামুদ্রিক লবণ ও শুকনো ওয়াইল্ড বেরি নিয়ে একদিন রোদে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে।তাহলেই তৈরি হয়ে যাবে গালৌটি কাবাব মিক্স।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 4

    ৪র্থ ধাপ: কাবাবে কয়লার ভাপ দিন

    কিমার মিশ্রনে গালৌটি মসলা মিক্সের সাথে কেওড়া জল,গোলাপ জল দিয়ে মিশিয়ে নিতে হবে। কাবাবের মিশ্রণটি হাতের নিচের তালু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে কাবাবের মিশ্রণটিকে মাঝখানে থেকে সরিয়ে তাতে ছোট একটি বাটি রাখতে হবে। সেই বাটিতে জ্বলন্ত কয়লা,লবঙ্গ ও ১ চা চামচ ঘি দিয়ে বড় ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আধা ঘন্টা থেকে ১ ঘন্টার জন্য।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 5

    ৫ম ধাপ: কাবাব ভেজে নিন

    ঢাকনা উঠিয়ে কাবাবের মিশ্রণটিতে হালকা ঘি দিয়ে মাখিয়ে নিয়ে লবণ ও কাশ্মীরি মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবার কাবাবটিকে একটি জ্বলন্ত কড়াইতে নিয়ে ছোট ছোট আকারে কাবাব বানিয়ে দিয়ে দিতে হবে। কাবাব উল্টিয়ে এতে হালকা ঘি ও দুধের ছিটা যাতে হবে। দিয়ে সবশেষে নামিয়ে পরিবেশন করুন গালৌটি কাবাব।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন