ভারতবর্ষের নবাবী আমলের বদৌলতে বিভিন্ন ধরণের খাবারের প্রচলন ঘটেছে। লোভনীয় এসব খাবারগুলো যেমন জিভে জল এনে মুখে স্বাদ লেগে থাকে, তেমনি জায়গা করে নেয় মনের মাঝে। এমনি একটি চমৎকার রেসিপি গালৌটি কাবাব। লক্ষ্ণৌয়ের নবাব পরিবারের আদেশে বানানো এই খাবারটির আসল রেসিপি হারিয়ে গেলেও এর কিছু অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। দেখে নেই কিভাবে বানানো হয় গালৌটি কাবাব