Loading...
শর্মা রোল

নিত্যনতুন খাবার ট্রাই করতে কে না ভালবাসে! বিশেষত বাঙালি হিসেবে আমরা হলাম ভোজন রসিক। তাই তো আমরা বাংলা খাবার ছাড়াও, চাইনিজ, ইটালিয়ান, কন্টিনেন্টাল, এই সমস্ত খাবারও পেটপুরে খেতে জানি। 


আজ আপনাদের জন্য থাকছে চিকেন শর্মা রোল বানানোর রেসিপি। মুখের স্বাদ বদল করতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই মুখরোচক রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ২ কাপ পুষ্টি ময়দা
  • ৩৫০ গ্রাম চিকেন (বোনলেস)
  • আধা চা চামচ বেকিং পাউডার
  • টক দই
  • হাফ কাপ হালকা গরম দুধ
  • ৩ চামচ পুষ্টি সরিষার তেল
  • ১ চা চামচ ভিনেগার
  • ১ চা চামচ সয়া সস
  • ১ চা চামচ রেড চিলি সস
  • ১ চা চামচ আদা বাটা
  • ১ চা চামচ রসুন বাটা
  • মরিচ গুঁড়া পরিমাণ মতো
  • জিরা গুঁড়া পরিমাণ মতো
  • গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো
  • মেয়োনেজ
  • কাটা সবজি স্বাদমতো
  • স্বাদমতো লবণ

প্রস্তুত প্রণালী

  • 1

    শর্মার রুটি তৈরি করে নিন

    সর্বপ্রথমে ময়দাটা টক দই দিয়ে ভালো করে মেখে ৩০ মিনিট ঢেকে রেখে দিন। ময়দার ডো যেন নরম থাকে - এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। ৩০ মিনিট হয়ে গেলে ময়দা থেকে লেচি তৈরি করে গোল করে বেলে নিয়ে তা ভাল করে শেঁকে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    চিকেন ও সবজি প্রস্তুত করুন

    চিকেন প্রস্তুত করতে প্রথমে ভিনেগার, সয়া সস, চিলি সস, রসুন বাটা, টক দই, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে চিকেনে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর পরিমাণমতো পানিতে সামান্য লবণ দিয়ে কাটা সবজিগুলি সিদ্ধ করে নিন। এরপর একটা পাত্রে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে যতক্ষণ না পর্যন্ত চিকেন সিদ্ধ হচ্ছে ততক্ষণ হালকা আঁচে রান্না করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    শর্মা রোল করে নিন

    চিকেন ও সবজি তৈরি হয়ে গেলে রুটির মধ্যে ভাল করে মেয়োনিজ মাখিয়ে নিন। এরপর সিদ্ধ সবজি ও চিকেনের টুকরো দিয়ে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার শর্মা রোল।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন