নিত্যনতুন খাবার ট্রাই করতে কে না ভালবাসে! বিশেষত বাঙালি হিসেবে আমরা হলাম ভোজন রসিক। তাই তো আমরা বাংলা খাবার ছাড়াও, চাইনিজ, ইটালিয়ান, কন্টিনেন্টাল, এই সমস্ত খাবারও পেটপুরে খেতে জানি। আজ আপনাদের জন্য থাকছে চিকেন শর্মা রোল বানানোর রেসিপি। মুখের স্বাদ বদল করতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই মুখরোচক রেসিপিটি।