আলুর চপ আমাদের দেশে দারুণ জনপ্রিয় একটি খাবার। বিকেলের নাস্তায় অথবা স্ট্রিট ফুড এক্সপেরিয়েন্স করতে আলুর চপ অনেক বেশি খাওয়া হয়। এছাড়াও ইফতারের আয়োজনে আলুর চপ না হলে ইফতার যেন খুব একটা জমে না। উপরে ক্রিস্পি মুচমুচে আর ভেতরে নরম তুলতুলে আলুর পুর, খেতে খুবই স্বাদের। বাহিরে থেকে কেনা অস্বাস্থ্যকর আলুর চপ না কিনে,এই রেসিপি ফলো করে ঘরেই বানিয়ে ফেলুন। একই রেসিপি ফলো করে শুধু আলুর পুরের ভেতরে ডিম সিদ্ধ বা কিমা দিয়ে তৈরি করতে পারেন ডিম চপ কিংবা কিমা চপ।