শীতকাল এলেই ছিটা রুটি, খোলার পিঠা, চিতই কিংবা চাপটি খাওয়ার আগ্রহ বেড়ে যায়। গরম গরম পিঠা শীতের ঠান্ডার ভেতর একটা আরামের অনুভূতি দেয়। রুটি ২-৩টি খেলেই পেট ভরে উঠে। কিন্তু শীতের এই পিঠাগুলো ৫-৬টি খেয়ে ফেললেও টের পাওয়া ভার। রসুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, সরিষা ভর্তাদ, গরু কিংবা হাঁস ভুনা সবকিছুর সাথেই একেবারে জমে যায় এই চাপটি পিঠা।