ভুনা বা ভাজি ছাড়াও মাছ দিয়ে অনেকরকম মজাদার আইটেম তৈরি করা যায়। তেমনই একটি স্ন্যাকস হচ্ছে ফিশ কাটলেট। মাছ দিয়ে কম সময়ে বাসাতেই হেলদি ও টেস্টি কাটলেটটি বানিয়ে নেয়া যায়। মাছ খেতে অনেকেরই অনীহা থাকে, বিশেষ করে বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না। যারা মাছ খেতে একদমই পছন্দ করে না, তারাও কিন্তু এই খাবারটি বেশ মজা করে খাবে। তাহলে চলুন জেনে নেই, ফিশ কাটলেট তৈরির সহজ রেসিপি!