Loading...
ফিশ কাটলেট

ভুনা বা ভাজি ছাড়াও মাছ দিয়ে অনেকরকম মজাদার আইটেম তৈরি করা যায়। তেমনই একটি স্ন্যাকস হচ্ছে ফিশ কাটলেট। মাছ দিয়ে কম সময়ে বাসাতেই হেলদি ও টেস্টি কাটলেটটি বানিয়ে নেয়া যায়। মাছ খেতে অনেকেরই অনীহা থাকে, বিশেষ করে বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না। যারা মাছ খেতে একদমই পছন্দ করে না, তারাও কিন্তু এই খাবারটি বেশ মজা করে খাবে। তাহলে চলুন জেনে নেই, ফিশ কাটলেট তৈরির সহজ রেসিপি!

প্রয়োজনীয় উপকরণঃ

  • বড় মাছের পেটি - ৬ পিস
  • লেবুর রস - ১ চা চামচ
  • সিদ্ধ করে রাখা আলু – ১টি
  • সয়াসস - ১ টেবিল চামচ
  • ধনিয়া পাতা - ২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া - ১ চা চামচ
  • লবণ - স্বাদ অনুযায়ী
  • টমেটো কেচাপ - ২ চা চামচ
  • ডিম - ১টি
  • কর্ণফ্লাওয়ার - ১ টেবিল চামচ
  • চাট মসলা - ১/২ চা চামচ
  • কালোজিরা - ১/২ চা চামচ
  • পুষ্টি সয়াবিন তেল - ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

  • 1

    মাছ রেডি করে নিন

    প্রথমে চুলার উপর একটি প্যান বসিয়ে তাতে অল্প পানি দিয়ে মাছের টুকরাগুলো দিয়ে দিন। সাথে একটু লবণও দিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে পানি টেনে শুকিয়ে মাছ সিদ্ধ হয়ে যাবে। এরপর মাছগুলোর তেলের অংশ বাদ দিয়ে ও কাঁটা বেছে ম্যাশ বা ভর্তা করে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    সব উপকরণ একসাথে মিশিয়ে নিন

    এবার আলাদা একটি পাত্রে সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা, লবণ, সয়াসস, কালোজিরা, চাট মসলা, মাছ ভর্তা, টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। তারপর ডিম ফেটিয়ে তাতে কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে মিশ্রণটিতে ঢেলে দিন। সব উপকরণ একসাথে চটকিয়ে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    কাটলেট ভেজে নিন

    হাতের তালুতে একটু তেল মেখে মাছের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে কাটলেটের আকারে শেইপ দিয়ে শুকনো কর্ণফ্লাওয়ারে গড়িয়ে নিন। আপনার পছন্দ অনুযায়ী ছোট বা মাঝারী আকারে কাটলেটের শেইপ করে নিন। অন্যদিকে একটি প্যানে তেল গরম করে ডিপফ্রাই করে নিন। গোল্ডেন কালার হয়ে এলেই তেল থেকে নামিয়ে কিচেন টিস্যুতে রাখুন। এতে এক্সট্রা তেল শুষে নেবে। ব্যস, গরম গরম ফিশ কাটলেট রেডি! এবার পছন্দের সস দিয়ে পরিবেশন করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন