কেক নামটি শুনলেই চোখের মধ্যে ভাসতে থাকে নানা স্বাদের, নানা রকমের মুখরোচক সব কেকের ছবি। কেক পছন্দ করে না এমন মানুষ পাওয়া কঠিন। আজকাল যেকোন অনুষ্ঠান উদযাপনের অন্যতম আইটেম হিসেবে থাকে কেক। বিভিন্ন স্বাদের কেকের আনাগোনা শুধু জন্মদিন বা পার্টিতে সীমাবদ্ধ নেই। বরং বাড়ির সন্ধ্যার চায়ের টেবিলেও এর কদর বেড়ে চলেছে। অনেকেই মনে করেন বেকারী স্টাইলের কেক বানানো অনেক কঠিন এবং ব্যয়বহুল অথবা কেক তৈরি করতে অনেক কিছুর প্রয়োজন হয়। কিন্তু কিছু সহজ কৌশল ঠিকঠাকমতো মেনে চললেই আপনিও তৈরি করতে পারবেন মজাদার এই খাবারটি। চলুন আজ দেখে নেই আপনার ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে ওভেন ছাড়াই কিভাবে বানিয়ে নিতে পারেন চকলেট টি কেক।