Loading...
চটপটে পেয়ারার সালাদ

রাস্তায় চলতে ফিরতে হর হামেশাই পেয়ারা বানানো দেখতে পাই। কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে লোভনীয় মনে হলেও নিজেকে সংযত রাখতে হয়। তবে এই মজাদার সালাদ খুব সহজেই ঘরে বানানো সম্ভব। যা হবে স্বাস্থ্যকর এবং রাস্তার পাশের দোকান থেকে অনেক বেশি মজাদার। চলুন দেখে নেই কিভাবে তৈরি করা যাবে পেয়ারার সালাদ।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১ টি থাই পেয়ারা
  • ১ টেবিল চামচ তেঁতুলের কাঁত
  • ১ টেবিল চামচ ধনিয়া পাতা কুঁচি
  • ১ চা চামচ কাঁচামরিচ কুঁচি
  • ১/২ চা চামচ চিনি
  • ২ চা চামচ কাসুন্দি
  • স্বাদমতো লবণ

প্রস্তুত প্রণালী

  • 1

    সব উপকরণ একত্রে মিশিয়ে সালাদ তৈরি

    পরিবেশন করার ঠিক আগে সকল উপকরণ এক সাথে মিশিয়ে নিন। চেখে দেখুন কোনো উপকরণ কম বেশি করলে ভালো লাগবে খেতে। স্বাদ অনুযায়ী মিশিয়ে নিলেই হয়ে যাবে দারুণ মজার পেয়ারার সালাদ।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন