বাঙালির ভোজন তালিকায় অপরিহার্য একটি নাম তেহারি। তেহারি খেতে ভালোবাসেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। জনপ্রিয়তার কারণেই অলিগলিতে গড়ে উঠছে অসংখ্য তেহারির দোকান। আর সেসব দোকানে ভিড় লেগে থাকে হরদম। তবে বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করতে পারেন এই সুস্বাদু খাবারটি। চলুন তবে দেখে নেয়া যাক পুরো রেসিপিটি।