চিকেনের প্রচলিত সব রেসিপি ছেড়ে নতুন কিছু ট্রাই করতে চাইলে আজই ঘরে বসে রান্না করে ফেলতে পারেন মজাদার অ্যাপল সিডার চিকেন। চিকেনের নানা ডিশ জায়গা করে নিয়েছে আমাদের প্রতিদিনের খাবারের মেনুতে। তবে নিত্যদিনের চিকেন রেসিপি থেকে বের হয়ে যদি ভিন্নধর্মী কিছু করা যায়, তাহলে কিন্তু দারুণ হয়। আজ আমরা নিয়ে এসেছি চিকেনের ভিন্নধর্মী রেসিপি অ্যাপল সিডার চিকেন রেসিপি। দেখে নিন চিকেনের ব্যতিক্রমধর্মী রেসিপিটি।