স্বাদ ও পুষ্টির বিচারে টমেটো কিন্তু একটি দারুণ পছন্দ। যে কোন খাবারে একটা চমৎকার টুইস্ট আনতে টমেটোর জুড়ি মেলা ভার। আজ আমরা কথা বলবো টমেটোর একটি মজার রেসিপি নিয়ে, যার নাম স্টাফড টমেটো অমলেট, সকালের নাস্তায় যা হতে পারে একটি দারুণ পছন্দের নাম। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।