গাজর অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি সবজি। ঘরের শিশু কিংবা বড়ো কম বেশি সবাই গাজর পছন্দ করে থাকে। তবে শুধু গাজর খেতে খুবই একঘেয়ে এবং বোরিং লাগতে পারে। তাই খাবারের তালিকায় নতুনত্ব আনতে গাজরের এই সালাদটি করে দেখতে পারেন।
গাজর অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি সবজি। ঘরের শিশু কিংবা বড়ো কম বেশি সবাই গাজর পছন্দ করে থাকে। তবে শুধু গাজর খেতে খুবই একঘেয়ে এবং বোরিং লাগতে পারে। তাই খাবারের তালিকায় নতুনত্ব আনতে গাজরের এই সালাদটি করে দেখতে পারেন।
প্রয়োজনীয় উপকরণঃ
প্রস্তুত প্রণালী
লবণ বাদে সব উপকরণ একটি বড়ো পাত্রে মিশিয়ে নিন। পরিবেশনের ঠিক আগে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি বাটি বা সালাদ ট্রে তে পরিবেশন করুন।
শেষ হলে মার্ক করে রাখুন
আপনিও এইগুলি পছন্দ করতে পারেন