প্রতিদিনের ইফতারে ডেজার্ট হিসেবে জিলাপি-বুন্দিয়া থাকে, তবে মেহমান আপ্যায়নে চাই স্পেশাল কিছু। ইফতারের টেবিলে শাহি ফিল আনতে আর মেহমানকে খুশি করতে শাহি টুকরার জুড়ি নেই। বাদাম ও রাবড়ির এই মিষ্টি মিশ্রণ, ইফতার করবে পরিপূর্ণ। তাই ফলো করুন পুষ্টি হোম শেফ এ আজকের রেসিপি আর ঝটপট বানিয়ে ফেলুন ক্রিমি শাহি টুকরা।