Loading...
খাসির কোরমা রান্নার সহজ পদ্ধতি

মাংস ছাড়া কোনো আয়োজন কল্পনাও করা যায়না! দুপুরের খিচুড়ি আর রাতের পোলাও এর সাথে যেন মাংস থাকা চাই-ই চাই। আর এই আয়োজনে একটা মাটন আইটেম না হলে যেন কিছু একটা বাকি থেকেই যায়। তাই আজ আমরা নিয়ে এসেছি খাসির কোরমা রান্নার সহজ রেসিপি যা আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১ কেজি খাসির মাংস
  • ১/২ কাপ দেশি পেঁয়াজ কুঁচি
  • ১/৪ কাপ পেঁয়াজ বাটা
  • ২ চা চামচ রসুন বাটা
  • ২ চা চামচ লবণ
  • ১/২ কাপ ঘি
  • ৮/১০ টি কাঁচা মরিচ
  • ১ টেবিল চামচ আদা বাটা
  • ৪/৫ টুকরা বড় দারুচিনি
  • ২টি তেজপাতা
  • ৪/৫টি এলাচ
  • ১/২কাপ টক দই
  • ৪ চা চামচ চিনি
  • ২ টেবিল চামচ কেওড়া
  • ২ টেবিল চামচ তরল দুধ
  • ১টেবিল চামচ লেবুর রস
  • ১/২চা চামচ জাফরান

প্রস্তুত প্রণালী

  • 1

    খাসির মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিন

    খাসির মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে চালনী বাটিতে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর সব বাটা মশলা, গরম মশলা, টক দই, ঘি ও লবণ দিয়ে মেখে হাত ধোয়া অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    পানি কমে গেলে কেওড়া ও কাঁচা মরিচ দিয়ে আবার হালকা নেড়ে ঢেকে দিন

    পানি কমে আসার পর কেওড়া ও কাঁচা মরিচ দিয়ে আবার হালকা নেড়ে ঢেকে দিন। ১৫ থেকে ২০ মিনিট পর অন্য একটি চুলায় বাকি ঘি গরম করে পেঁয়াজ কুচি সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে মাংসের হাড়িতে দিয়ে বাগাড় দিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    চিনি দিয়ে নেড়ে ঢেকে দিন

    অল্প চিনি দিয়ে নেড়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। ৫/৭ মিনিট পর ঢাকনা তুলে দুধে ভেজানো জাফরানগুলো ওপর থেকে ছিটিয়ে দিয়ে আরও ৫/৬ মিনিট ঢেকে রেখে দিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 4

    ঢাকনা তুলে লেবুর রস দিন

    লেবুর রস দিয়ে হালকা নেড়ে আঁচ একেবারে কমিয়ে তাওয়ার ওপর ঢেকে দিয়ে একে প্রায় ২০ থেকে ৩০ মিনিটের মতো দমে রাখুন। যখন কোরমা মাখা মাখা হয়ে বাদামি রং হবে এবং মশলা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন