বিকাল কিংবা সন্ধ্যার নাস্তায় বাড়ির ছেলে থেকে বুড়ো সবাই একটু উষ্ণতার খোঁজ করে থাকেন। তাই বিকেলের নাস্তায় স্যুপ একটি পারফেক্ট খাবার। কারণ খাবারটি যেমন স্বাস্থ্যকর, তেমনি এটি পেটও ভরা রাখে। এই শীতে একটু উষ্ণতা পেতে মাত্র ১০ মিনিটে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজাদার এগ ড্রপ স্যুপ। চলুন জেনে নেই কীভাবে মাত্র ১০ মিনিটে নিজেই তৈরি করবেন মজাদার চাইনিজ এগ ড্রপ স্যুপ।