বাহিরে বৃষ্টি ! এমন বৃষ্টিস্নাত ইফতারে গরম গরম সবজি পাকোড়া খেতে কার না ভালো লাগে। ঘরে থাকা সবজি দিয়েই তৈরি করা যায় সবজি পাকোড়া। ভাজা-ভুজি আইটেম হলেও কিছু সবজি অন্তত খাওয়া যায়। এছাড়াও যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের সবজি খাওয়ানোর জন্য সবজি পাকোড়া ভালো উপায়। সহজেই বানিয়ে পরিবেশন করুন চাটনি এবং চায়ের সাথে।