ঢেঁড়শ ভাজি তো আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি। অন্যদিকে অনেকেরই পছন্দ চিংড়ি। তাহলে চিংড়ি দিয়ে ঢেঁড়শ ভাজি কখনো খেয়েছেন? ঢেঁড়শের মতো হেলদি সবজি ভাজির সাথে চিংড়ির কম্বিনেশন দারুণ। এছাড়াও দুইয়ের পুষ্টিগুণও অনেক বেশি।
ফাইবারে ভরপুর ঢেঁড়শ ও প্রোটিন সমৃদ্ধ চিংড়ির এই রেসিপি আটার রুটি বা গরম ভাতের সাথে একবার ট্রাই করেই দেখুন।