চা পান করতে আমাদের প্রায় সবাই পছন্দ করে। ব্যস্ত সময় কিংবা বন্ধুদের আড্ডায় চা থাকা চাইই চাই। আর সেটা যদি হয় মশলা চা তাহলে তো কথাই নেই। ভারতে মশলা দুধ চা প্রচন্ড জনপ্রিয়। বর্তমানে আমাদের দেশেও ঘরে ঘরে এর জনপ্রিয়তা বাড়ছে। নিচের রেসিপিটি দেখে খুব সহজেই তৈরি করে ফেলুন মশলা দুধ চা।