বাঙালির প্রিয় মাছের তালিকায় ইলিশের স্থান সবসময়ই উপরের দিকে। বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গ সবখানেই বাঙালির পছন্দের মাছ ইলিশ। উৎসবে আয়োজনে কিংবা প্রতিদিনের রান্নায় ইলিশের নানা পদ থাকে আমাদের খাবারের মেনুতে। তাই এই রমজানে রাতের খাবার বা সেreহরিতে রান্না করতে পারেন ইলিশ ভুনা।