বিফ সিজলিং আমাদের সবার কাছেই খুব জনপ্রিয়। মূলত বিফ সিজলিং পরিবেশন করা হয় একটু ভিন্ন ধাঁচে। রেস্টুরেন্টে যখন পরিবেশন করা হয় চারিদিক সুগন্ধযুক্ত ধোঁয়াতে ভরে উঠে। দেখে ভিন্ন মনে হলেও, শুধুমাত্র একটি সিজলিং সার্ভিং ডিশ থাকলে ঘরেই বানানো সম্ভব। বিভিন্ন সবজি ও তেলের পরিমাণ খুব কম ব্যবহারের কারণে এটি অনেকটা হেলদি ডিশ।
বিফ সিজলিং চাওমিন অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে।