সামনে কোরবানির ঈদ, এ সময়টায় খাবার টেবিলে থাকবে গরু আর খাসির জয়জয়কার। তবে টানা একই খাবার খেতে ভালো নাও লাগতে পারে। তাই এই দুই মাংস বাদ দিয়ে মুরগি দিয়ে ভিন্ন কিছু একটা ট্রাই করতে পারেন। মালাই কাবাব এমন একটি কাবাব, যা মালাই দিয়ে মেরিনেট করার কারণে পুরো মাংসের টুকরার স্বাদই হয়ে যায় অতুলনীয়। হালকা মসলার ঘ্রাণ ও মালাই-দইয়ের ক্রিমি ভাব গরু-খাসির একঘেয়েমিভাব দূর করবে নিমিষেই।
এটি লুচি ও রুমালি রুটির সাথে খেতে দারুণ লাগে সাথে রায়তা বা চাটনি হলে তো কথাই নেই।