Loading...
সজনে পুঁটি চচ্চড়ি রেসিপি

আমাদের দেশিয় তরকারির মধ্যে সজনে ডাটা সবার কাছে খুব পরিচিত। ফাইবার সমৃদ্ধ এই খাবারটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। সজনে ও পুঁটি মাছের চচ্চড়ি গ্রাম বাংলার অতি প্রিয় একটি খাবার, সাথে মসুর ডাল থাকায় এটি খেতে অন্য তরকারি থেকে আলাদা এবং খুবই সুস্বাদু।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ২৫০ গ্রাম সজনে ডাটা
  • ১ কাপ আলু (কিউব করে কাটা)
  • ১/২ চামচ আদা বাটা
  • ১/২ চামচ রসুন বাটা
  • ১ চা চামচ লাল মরিচ গুঁড়া
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  • ১/২ কাপ পেঁয়াজ কুচি
  • ৫-৬ টি কাঁচামরিচ
  • ১/২ চামচ জিরা গুঁড়া
  • ১/২ চামচ মরিচ গুঁড়া
  • ১ টি পাকা টমেটো
  • ৩ টেবিল চামচ মসুর ডাল
  • ৩ টেবিল চামচ পুষ্টি সয়াবিন তেল
  • স্বাদমতো লবণ
  • ১০০ গ্রাম পুঁটি মাছ (বড়ো-মাঝারি)
  • ১/২ কাপ পুষ্টি সয়াবিন তেল
  • ১/২ চামচ মরিচ গুঁড়া
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  • ১/২ চা চামচ লবণ

প্রস্তুত প্রণালী

  • 1

    পুঁটি মাছ ভেজে নেওয়া

    পুঁটি মাছের নাড়ি-ভুঁড়ি পরিষ্কার করে, আঁশ ফেলে হালকা ধুয়ে ১ চা চামচ লবণ দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন। এরপর ৩-৪ বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাছ লবণ-মরিচ-হলুদ দিয়ে মেখে রাখুন ১০ মিনিট। একটি কড়াইয়ে মাঝারি আঁচে তেল গরম করুন। তাতে ৫০ গ্রাম মাছ দিয়ে উভয় পাশে ৩-৪ মিনিট করে ভেজে নিন । বাকি মাছ গুলো একইভাবে ভেজে তুলে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    মসলা কষানো

    মাছ ভাজা তেল থেকে ৩ টেচামচ তেল নিয়ে মাঝারি আঁচে গরম করুন। গরম তেলে পেঁয়াজ দিয়ে নরম করে ভাজুন। এতে টমেটো, সকল গুঁড়া ও বাটা মসলা দিয়ে ৫ মিনিট নেড়ে কষাতে থাকুন। এরপর এতে ১/২ কাপ গরম পানি দিয়ে আর ২ মিনিট কষিয়ে সব ভাজা মাছ দিয়ে দিন। নেড়ে চেড়ে কষাতে থাকুন তেল ভেসে উঠা পর্যন্ত।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    মূল রান্না

    মাছের মসলায় তেল উঠে গেতে এতে কেটে-বেছে রাখা সজনে, ডাল ও আলু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিন ২ মিনিট। এরপর আবার ১/৪ কাপ গরম পানি দিয়ে ঢেকে কষাতে হবে পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে গেলে আরও ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন সব সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত। এসময় চুলার জ্বাল কম রাখতে হবে। মাঝামাঝি সময়ে কাঁচামরিচ ফালি দিয়ে দিন। সবজি সেদ্ধ হয়ে গেল মাখা মাখা ঝোল রেখে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন