চকলেট ডে বর্তমান প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় একটি উৎসব। বিশেষ এই দিনে প্রিয়জনকে উপহার দিতে সবার মধ্যেই দেখা যায় তোড়জোড়। সবাই চায় চিরাচরিত গিফট না দিয়ে একটু ব্যতিক্রমধর্মী আয়োজন করতে। আর তা যদি হয় নিজের হাতে বানানো বিশেষ উপহার, তাহলে তো কথাই নেই! চকলেট ডে তে চকলেটের কোনো বিকল্পই নেই। আর বিশেষ এই উৎসবের দিনে প্রিয়জনকে উপহার হিসেবে চকলেট দিতে পারেন একটু ভিন্নধর্মী উপায়ে, যেখানে থাকবে আপনার হাতের ছোঁয়া। বলছি চকলেট কুকিজ এর কথা। দারুণ মজাদার চকলেট কুকিজ নিজ হাতে বানিয়ে চমকে দিতে পারেন আপনার প্রিয়জনকে। এছাড়া বন্ধুবান্ধব আর পরিবারের ছোট সদস্যরা তো রয়েছেই, চকলেট কুকিজ পছন্দ করে না, এমন কাউকে আপনি সহজে খুঁজে পাবেন না!