দারুণ স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় বিশ্বব্যাপী টম ইয়াম চিংড়ি স্যুপ ব্যাপক জনপ্রিয়। এর ফলস্বরূপ বাংলাদেশেও নানা রেস্তোরাঁতে পাওয়া যায় এই সুস্বাদু টম ইয়াম চিংড়ি স্যুপ। তবে মজাদার এই ডিশটি কিন্তু চাইলে ঘরে বসেই রান্না করে ফেলা যায় খুব সহজেই। আজ আমরা আপনাকে জানাবো টম ইয়াম চিংড়ি স্যুপ রান্নার সহজ রেসিপি।