এঁচোড় বা কাঁচা কাঁঠাল খুব ভিন্নধর্মী একটি তরকারি। পাঁচ মিশালি সবজি তরকারি, ডালের সাথে, চিংড়ি দিয়ে কিংবা মাংসের মতো ভুনা যেকোনো ভাবেই এই তরকারি খেতে দারুণ। অবাক করা হলেও সত্যি যে সঠিক পদ্ধতিতে রান্না করা হলে এটি অনেক মাংসের তরকারিকেও হার মানাতে পারে। ধোঁয়া উঠা গরম ভাতের সাথে পরিবেশন করলেই এর স্বাদ সবচেয়ে বেশি উপভোগ করা যায়।
চলুন দেখে নেওয়া যাক চিংড়ি এঁচোড়ের সহজ একটি রেসিপি।