Loading...
ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর হানিনাটস

বর্তমানে সোশ্যাল মিডিয়ার বদৌলতে বিখ্যাত হয়ে উঠেছে মধুচক্র বা হানিনাটস খাবারটি।  এই রেসিপিটি আপনি চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন খুব সহজেই। চলুন দেখে নেয়া যাক হানিনাটসের রেসিপি যা অতিথি আপ্যায়নে বা আড্ডার সাথী হতে পারে।

প্রয়োজনীয় উপকরণঃ

  • কাঠবাদাম - ১০০ গ্রাম
  • আখরোট - ১০০ গ্রাম
  • কাজুবাদাম - ১০০ গ্রাম
  • চিনাবাদাম - ১০০ গ্রাম
  • সাদা তিল - ১৫০ গ্রাম
  • সূর্যমুখী বীজ - ১৫০ গ্রাম
  • পেস্তা বাদাম - ৬০ গ্রাম
  • খেজুর - ৫টি
  • ত্বীন ফল - ৩টি
  • এপ্রিকোট - ৩টি
  • পুষ্টি মধু - ৪০০ গ্রাম

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: সব উপাদান মিশ্রণ করুন

    একটি পাত্রে সকল উপাদান ভালোমতো ধুয়ে ভালোমত একসাথে মিশিয়ে তৈরি করুন মজাদার হানিনাটস। হানিনাটস সংরক্ষণ করতে এটি একটি বায়ুরোধী পাত্র বা বৈয়ামে রেখে ঢাকনা লাগিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন

দুধে তৈরি বরফি

মজাদার মুঠা কাবাব

কাঁচা আমের শরবত

নকশি পিঠা