মিষ্টির দোকানে গাজরের লাড্ডু দেখলে কার না খেতে ইচ্ছে করে! গাজরের হালুয়া আমাদের সবারই খাওয়া হয়। খুবই সুস্বাদু একটি ডেজার্ট; এই হালুয়াতেই কিছুটা পরিবর্তন এনে গোল বলের মতো আকার দিয়ে তৈরি করা যাবে লাড্ডু। গাজরের এই লাড্ডু হালুয়া থেকে রিচ এবং স্বাদেও অতুলনীয়। লাড্ডুর আকার হওয়াতে পরিবেশনেও ঝামেলা কম।
তাই ঝটপট এই মিষ্টি আইটেমটি তৈরি করতে নিচের রেসিপি ফলো করুন।