Loading...
গাজরের মিষ্টি লাড্ডু


মিষ্টির দোকানে গাজরের লাড্ডু দেখলে কার না খেতে ইচ্ছে করে! গাজরের হালুয়া আমাদের সবারই খাওয়া হয়। খুবই সুস্বাদু একটি ডেজার্ট; এই হালুয়াতেই কিছুটা পরিবর্তন এনে গোল বলের মতো আকার দিয়ে তৈরি করা যাবে লাড্ডু। গাজরের এই লাড্ডু হালুয়া থেকে রিচ এবং স্বাদেও অতুলনীয়। লাড্ডুর আকার হওয়াতে পরিবেশনেও ঝামেলা কম।


 তাই ঝটপট এই মিষ্টি আইটেমটি তৈরি করতে নিচের রেসিপি ফলো করুন। 

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১.৫ কাপ তরল দুধ
  • ৩ টেবিল চামচ ঘি
  • ১/২ কেজি গাজর
  • ৮-৯ টি পেস্তা বাদাম কুচি
  • ১/৪ কাপ গুঁড়া দুধ
  • ২ টেবিল চামচ চিনি
  • ১/৩ কাপ মাওয়া
  • ৫ টি কাঠ বাদাম কুচি
  • ১/৪ কাপ কনডেন্সড মিল্ক
  • ১/৪ চা চামচ এলাচ গুঁড়া

প্রস্তুত প্রণালী

  • 1

    গাজর কাটা ও অন্যান্য উপকরণ

    আধা কেজি গাজর ধুয়ে হালকা খোসা ছড়িয়ে নিন। গাজরের উপরের সবুজ অংশ বাদ দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন । অন্য একটি বাটিতে মাওয়া মিহি করে ভেঙে নিন বা কেটে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    মূল রান্না

    চুলায় একটি পাত্র বসিয়ে তাতে গাজর ও তরল দুধ দিয়ে মাঝারি আঁচে ঢেকে দুধ শুকিয়ে গিয়ে গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত জ্বাল করতে হবে। এর মাঝে কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে-চেড়ে দিন। দুধ শুকিয়ে আসলে তাতে চিনি ও কনডেন্সড মিল্ক দিন, দেখা যাবে মিশ্রণটি থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। এই পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন; ঘি, বাদাম কুচি ও এলাচ গুঁড়া দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    লাড্ডু তৈরি

    চুলা থেকে নামিয়ে এতে মাওয়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। হাতে তেল বা ঘি মেখে নিন, এরপর এক মুট করে গাজরের মিশ্রণ নিয়ে গোলাকার লাড্ডুর আকার গড়ে নিন; মোট ১৮-২০ টি লাড্ডু হবে এবং সাজানোর জন্য উপরে বাদাম বসিয়ে দিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন