প্রতিদিনের ইফতারে ভাজাপোড়া খেতে খেতে যদি বিরক্তি চলে আসে, ইফতারে খেতে চান একটু স্বাস্থ্যকর কিছু, তবে খুব সহজ কিছু ধাপে ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজাদার ফ্রুট ককটেল। এ খাবারটি একই সাথে যেমন লাইট, পাশাপাশি তেমনই স্বাস্থ্যসম্মত। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি।