Loading...
ফ্রুট ককটেল

প্রতিদিনের ইফতারে ভাজাপোড়া খেতে খেতে যদি বিরক্তি চলে আসে, ইফতারে খেতে চান একটু স্বাস্থ্যকর কিছু, তবে খুব সহজ কিছু ধাপে ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজাদার ফ্রুট ককটেল। এ খাবারটি একই সাথে যেমন লাইট, পাশাপাশি তেমনই স্বাস্থ্যসম্মত। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১ টি পেয়ারা
  • ১ টি আপেল
  • ২-৩ টেবিল চামচ বেদানা
  • ৪-৫ টি খেঁজুর
  • ১ টি ছোট পাকা আম
  • ৪ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  • ১ টেবিল চামচ পুষ্টি মধু
  • ১ চিমটি গোলমরিচ গুঁড়া
  • ১ চিমটি বিট লবণ
  • ১ চিমটি চাট মশলা
  • ১ চিমটি ভাজা জিরা গুঁড়া

প্রস্তুত প্রণালী

  • 1

    ফল কেটে নিন

    একটি বাটিতে প্রথমে কিউব করে কাটা পাকা আম নিয়ে নিন। তারপর এর উপর পেয়ারা এবং আপেলগুলো পাতলা স্লাইস করে কেটে রাখুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    বাকি সব উপকরণ মিশিয়ে নিন

    এবারে কাটা ফলের উপর ফ্রেশ ক্রিম, গোলমরিচ গুঁড়া, বিট লবণ, ভাজা জিরা গুঁড়া, চাট মশলা ছড়িয়ে দিন। সবশেষে খেঁজুরের স্লাইস আর বেদানা বিছিয়ে, এর উপর মধু ছড়িয়ে পরিবেশন করুন মজাদার ফ্রুট ককটেল।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন