ধনিয়া পাতাকে আমরা সাধারণত সালাদ কিংবা ফুড ড্রেসিং এর অংশ হিসেবে দেখতে পেলেও, শুধুমাত্র ধনিয়া পাতা দিয়েও তৈরি করা যেতে পারে মজাদার ও স্বাস্থ্যসম্মত বড়া। আজ আমরা সেই রেসিপিটিই জানাবো আপনাকে।
ধনিয়া পাতাকে আমরা সাধারণত সালাদ কিংবা ফুড ড্রেসিং এর অংশ হিসেবে দেখতে পেলেও, শুধুমাত্র ধনিয়া পাতা দিয়েও তৈরি করা যেতে পারে মজাদার ও স্বাস্থ্যসম্মত বড়া। আজ আমরা সেই রেসিপিটিই জানাবো আপনাকে।
প্রয়োজনীয় উপকরণঃ
প্রস্তুত প্রণালী
একটি বাটিতে কাটা ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ, বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ নিয়ে ভালো মতো মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে বাটিটি ঢেকে দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।
শেষ হলে মার্ক করে রাখুন
ভাজার আগে মিশ্রণটি আরেকবার ভালোভাবে মাখিয়ে নিন। বেশি শুকনা মনে হলে কিছুটা পানি যোগ করুন। এরপর একটি প্যানে তেল নিয়ে গরম করে নিন। তেল গরম হয়ে এলে এর ভেতর মিশ্রণের ছোটো ছোটো অংশ ছেড়ে দিন ও ডুবো তেলে ভাজতে থাকুন। ২-৩ মিনিট করে ভাজুন। সোনালি-বাদামি রং এলে নামিয়ে ফেলুন। একটি টিস্যু পেপারের উপর বড়াগুলো রেখে দিন, এতে অতিরিক্ত তেল ঝরে যাবে। ব্যস! সহজেই তৈরি হয়ে গেলো সুস্বাদু ধনিয়া পাতার বড়া।
শেষ হলে মার্ক করে রাখুন
আপনিও এইগুলি পছন্দ করতে পারেন