Loading...
ইফতারের ডেজার্ট বুরিন্দা

বুরিন্দা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মিষ্টান্ন। এটি বোঁদে বা বুন্দিয়া নামেও পরিচিত। মূলত বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার অন্যতম জনপ্রিয় মিষ্টান্ন হিসেবে বুরিন্দা খাওয়া হয়। আমাদের দেশে  রোজায় ডেজার্ট আইটেমে দই, জিলাপি বা বুরিন্দাই বেশি খাওয়া হয়ে থাকে। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে ঘরেই বানানো যায় বেশি স্বাদের ও স্বাস্থ্যসম্মত বুরিন্দা। 

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১ কাপ বেসন
  • ১ চা চামচ ঘি
  • ১ চিমটি লবণ
  • ৩/৪ কাপ পানি
  • ২ ফোঁটা করে লাল ও সবুজ ফুড কালার
  • ভাজার জন্য পুষ্টি সয়াবিন তেল
  • চিনি ১ কাপ
  • পানি ১/২ কাপ
  • লেবুর রস
  • কেওড়া জল ১/৪ চা চামচ
  • গোলাপ জল ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী

  • 1

    বুরিন্দার মিশ্রণ তৈরি

    প্রথমে একটি বাটিতে বেসন চালনি দিয়ে চেলে নিতে হবে এতে বেসনের ভেতরে থাকা দলা গুলো ভেঙে যাবে এবং মসৃণ একটি মিশ্রণ তৈরি হবে। এই বেসনে ৩/৪ কাপ পানি অল্প অল্প করে মিশাতে হবে। একবারে সব পানি দিয়ে দিলে আবার বেসনের কিছু দলা দেখা যেতে পারে। ভালোভাবে মিশানো হলে এতে ঘি দিয়ে আবার ভালো ভাবে ফেটে মিশাতে হবে ৪-৫ মিনিট। এই মিশ্রণ থেকে ১/৪ কাপ করে নিয়ে দুইটি বাটিতে আলাদা রেখে তাতে দুই রকমের ফুড কালার মিশাতে হবে। বাজারের মতো বুরিন্দায় বিভিন্ন রঙ দেখতেই ভালো লাগে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    বুরিন্দা তেলে ভাজা

    বুরিন্দা ভাজার তেল এমন ভাবে গরম হতে হবে যাতে বুরিন্দা তেলে পড়া মাত্র উপরে ভেসে উঠে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে গিয়ে রঙ বদলে না যায়। এর জন্য অল্প মিশ্রণ নিতে তেলে ছেড়ে দেখতে হবে ঠিক গরম আছে কিনা। একটি তেলের চামচ বা ছাঁকনি যাতে গোল গোল ছিদ্র আছে নিয়ে; তাতে রঙ ছাড়া মিশ্রণ অল্প অল্প করে নিয়ে, তেলের ৬-৭ ইঞ্চি উপর ধরে থাকলেই ছোটো ছোটো বুরিন্দা তেলে পড়ে উপরে ভেসে উঠবে প্রতিবার তেলে দেওয়ার পর ১ মিনিট ভেজে নিলে হয়ে যাবে। এভাবে করে সব মিশ্রণ শেষ হওয়া পর্যন্ত বুরিন্দা ভেজে নেওয়া হলে ছাঁকনি ধুয়ে রঙিনগুলো ভেজে তুলতে হবে একই ভাবে।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 3

    সিরা তৈরি ও বুরিন্দা ভিজানো

    একটি পাত্রে এক কাপ চিনি ও ১/২ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে, চিলি গলে ফুটে উঠা মাত্র চুলা বন্ধ করে এতে লেবুর রস, কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। চুলা থেকে সিরা নামিয়ে সাথে সাথে এতে ভেজে রাখা বুরিন্দা গুলো দিয়ে, নেড়ে দিতে হবে। ধীরে ধীরে বুরিন্দা গুলো সিরা টেনে নিবে। এভাবে ঘন্টাখানেক রেখে দিন। এক ঘন্টা পর সব সিরা টেনে নিয়ে একদম বাজারের মত বুরিন্দা তৈরি হয়ে গেল।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন