বুরিন্দা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মিষ্টান্ন। এটি বোঁদে বা বুন্দিয়া নামেও পরিচিত। মূলত বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার অন্যতম জনপ্রিয় মিষ্টান্ন হিসেবে বুরিন্দা খাওয়া হয়। আমাদের দেশে রোজায় ডেজার্ট আইটেমে দই, জিলাপি বা বুরিন্দাই বেশি খাওয়া হয়ে থাকে। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে ঘরেই বানানো যায় বেশি স্বাদের ও স্বাস্থ্যসম্মত বুরিন্দা।