আচারের কথা শুনলেই জিভে জল এসে যায়। আর তা যদি হয় আমের আচার, তাহলে তো কথাই নেই। আচার যেকোনো খাবারে স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ এবং মুখের রুচি বাড়ায়। হরেক রকম আমের আচারের মাঝে কাঁচা আমের ঝুরি আচারের খুবই বিখ্যাত। এই আচারে আম রান্না করা হয় না গরম তেল মসলায় কাঁচা আম মেখে তেলে সংরক্ষণ করা হয়, যতো দিন যায় এই আচারের স্বাদ বাড়তে থাকে।