Loading...
টমেটো দিয়ে রুই মাছ কারি

রুই মাছের সবচেয়ে ভালো লাগে ভাজা মাছ আর সবজি ছাড়া কারি তৈরি করলে। বাজার থেকে সদ্য নিয়ে আসা রুই মাছ টমেটো দিয়ে রান্না করলে এক টুকরা মাছ আর টমেটোর ঝোল দিয়েই চেটে পুটে খাওয়া হয়ে যাবে। এই রান্না এমন কিছু কঠিন না, গৃহিনি কিংবা ব্যাচেলর যে কেউ তৈরি করে ফেলতে পারবেন আধা ঘন্টার মধ্যে। চলুন দেখে নেই এই সহজ রেসিপিটি।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ৬ টুকরা রুই মাছ
  • ২ টি টমেটো (মাঝারি সাইজ)
  • ১.৫ চা চামচ মরিচ গুঁড়া
  • ১ চা চামচ হলুদ গুঁড়া
  • রসুন বাটা ১ চা চামচ
  • ১/২ চা চামচ আদা বাটা
  • ৩/৪ কাপ পেঁয়াজ কুঁচি
  • ১/২ চা চামচ ভাজা জিরা গুঁড়া
  • ১/৪ কাপ ধনিয়া পাতা কুঁচি
  • ৬ টি কাঁচামরিচ ফালি
  • লবণ স্বাদমতো
  • ৩ টেবিল চামচ পুষ্টি সয়াবিন তেল

প্রস্তুত প্রণালী

  • 1

    মাছ মেরিনেট ও ভাজা

    একটি পাত্রে মাছের টুকরা গুলো গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে মেখে ২০-৩০ মিনিটের জন্যে ঢেকে রাখুন। একটি কড়াইয়ে তেল গরম করে নিন ধোঁয়া ওঠা পর্যন্ত। গরম তেলে মাছ ছেড়ে চুলার আঁচ মাঝারি করে উল্টে পাল্টে রান্না করুন ১০ মিনিট অথবা মাছ বাদামী রঙ হওয়া পর্যন্ত। ভাজা হয়ে মাছ তুলে রাখুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    মাছ রান্না

    একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি নরম হওয়া পর্যন্ত ভাজুন। বাদামি করা যাবে না, এরপর এতে আদা-রসুন বাটা, মরিচ-হলুদ গুঁড়া, লবণ দিয়ে ১/৪ কাপ পানি দিয়ে কষিয়ে নিন। তেল আলাদা হয়ে আসলে আবারও একই পরিমাণ পানি দিয়ে আবার কষিয়ে নিন। কষানো হলে মাছ দিয়ে আধা কাপ গরম পানি দিয়ে চাক চাক করে কাটা টমেটো দিয়ে ঢেকে রান্না করুন মৃদু আঁচে ১৫ মিনিট।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন