রুই মাছের সবচেয়ে ভালো লাগে ভাজা মাছ আর সবজি ছাড়া কারি তৈরি করলে। বাজার থেকে সদ্য নিয়ে আসা রুই মাছ টমেটো দিয়ে রান্না করলে এক টুকরা মাছ আর টমেটোর ঝোল দিয়েই চেটে পুটে খাওয়া হয়ে যাবে। এই রান্না এমন কিছু কঠিন না, গৃহিনি কিংবা ব্যাচেলর যে কেউ তৈরি করে ফেলতে পারবেন আধা ঘন্টার মধ্যে। চলুন দেখে নেই এই সহজ রেসিপিটি।