Loading...
ঘরেই তৈরি করুন সুস্বাদু পপকর্ন

পপকর্ন বেশ মজার একটি খাবার। আড্ডায় ও বিভিন্ন আসরে পপকর্ন থাকলে সে আসর বেশ জমে ওঠে। এখন ঘরেই খুব সহজে তৈরি করতে পারবেন পপকর্ন। চলুন দেখে নেই কিভাবে তৈরি করা যায় পপকর্ন।

প্রয়োজনীয় উপকরণঃ

  • পুষ্টি সয়াবিন তেল - ২ টে. চামচ
  • ভুট্টার ছোট দানা - আধা কাপ
  • লবণ - আধা চা চামচ

প্রস্তুত প্রণালী

  • 1

    ১ম ধাপ: পপকর্ন তৈরি করে নিন

    একটি খালি কড়াইকে চুলায় দিয়ে গরম করে নিন। এবার এতে তেল দিয়ে গরম করে তাতে ভুট্টার দানা দিয়ে নেড়ে নিন। এরপরে এতে লবণ দিয়ে ফুটে উঠা পর্যন্ত নাড়তে থাকুন। যখন ভুট্টা ফুটতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রাখুন যতক্ষণ না ভুট্টাগুলো সম্পূর্ণভাবে ফুটে উঠে। সব দানা ফুটে উঠলে নামিয়ে গরম ফরম পরিবেশন করুন পপকর্ন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0