অতিথি আপ্যায়নে বা বিশেষ দিনগুলোর রান্নায় বাঙালির রসুইঘরে চিকেন আর বিফ দিয়েই পরিপূর্ণ থাকে। যেকোন অনুষ্ঠানে সাধারণ খাবার গুলোর মধ্যে একটি হল বীফ রেজালা। কিন্তু কিছুটা স্পেশাল রেসিপি করতে চাইলে সেই রেজালাটিকেই দিতে পারেন একটি ভিন্ন রূপ। স্পেশাল এই রেসিপিটি হল গরুর মৌরি রেজালা। চমকপ্রদ রেসিপিটি দেখে নিন-