ওজন কমানোর জন্য ওটসের জুড়ি মেলা ভাড়। গ্রীষ্মের এই দাবদাহে মিল্কশেক যেন একটি অমৃত। এই গরমে সতেজ থাকতে এবং সাথে স্বাস্থ্যকর কোনো ড্রিঙ্কস খেতে বানানা ওটস মিল্কশেকের গুরুত্ব অপরিসীম। এটি বানাতে অনেক সহজ হওয়ায় এবং এতে অনেক পুষ্টিগুণ থাকায় আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় এই মিল্কশেকটি একটি চমৎকার ঝটপট রেসিপি হতে পারে। তাই আপনাদের জন্য আজকের রেসিপি বানানা-ওটস মিল্কশেক