Loading...
খেজুর গুড়ের পায়েস

শীতকালে পিঠাপুলি আর পায়েসের তালিকায় খেজুর গুড়ের পায়েস থাকবে প্রথম সারিতে। পায়েসে খেজুর গুড় আর এক চামচ ঘি পড়তেই সারা ঘর পায়েসের সুবাসে মৌ মৌ করে। ঘরের ছোটো বড়ো সবাই অপেক্ষা করে কখন তাদের হাতে এই পায়েসের বাটি আসবে। গরম বা ঠান্ডা যেকোনো ভাবেই এই পায়েসের স্বাদ অতুলনীয়। 

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১ লিটার দুধ
  • ৩.৫ টেবিল চামচ পোলাওয়ের চাল
  • ৩/৪ কাপ চিনি
  • ৩ টি এলাচ
  • ১ টুকরা দারচিনি
  • ২ টি তেজপাতা
  • ১০-১২ টি কিসমিস
  • ২ টেবিল চামচ কাজুবাদাম কুঁচি
  • ২ টেবিল চামচ কাঠ বাদাম কুঁচি
  • ১/৩ কাপ খেজুরের গুঁড়
  • ১.৫ চা চামচ ঘি

প্রস্তুত প্রণালী

  • 1

    চাল ভাঙা ও দুধ জ্বাল দেওয়া

    চাল ভালোভাবে ধুয়ে এক ঘন্টা চাল ভিজিয়ে রাখুন। ভেজানো চাল পানি ঝরিয়ে আধা ভাঙা করে নিন পাটায় পিষে। এরপর একটি সসপ্যানে এক লিটার দুধ মাঝারি আঁচে গরম করে এতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিন। এরপর ভাঙা চাল দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    পায়েস জ্বাল করা ও চিনি-গুঁড় মিশানো

    মাঝারি আঁচে পায়েস অনবরত নারতে হবে যাতে নিচে না লাগে। চাল সেদ্ধ হয়ে আসলে এতে চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে পায়েস ঘন করে নিন। ঘন হয়ে আসলে পায়েস নামিয়ে কিছুক্ষন ঠান্ডা হতে দিন। হালকা হালকা কুসুম গরম থাকতে এতে খেঁজুরের গুঁড় মিশিয়ে দিন খুব ভালোভাবে। এতে করে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর আবার জ্বাল দিয়ে বাদাম ও ঘি দিয়ে নামিয়ে নিন। উপরে কিসমিস দিয়ে পরিবেশণ করুন।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন