শীতকালে পিঠাপুলি আর পায়েসের তালিকায় খেজুর গুড়ের পায়েস থাকবে প্রথম সারিতে। পায়েসে খেজুর গুড় আর এক চামচ ঘি পড়তেই সারা ঘর পায়েসের সুবাসে মৌ মৌ করে। ঘরের ছোটো বড়ো সবাই অপেক্ষা করে কখন তাদের হাতে এই পায়েসের বাটি আসবে। গরম বা ঠান্ডা যেকোনো ভাবেই এই পায়েসের স্বাদ অতুলনীয়।